
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৬ মার্চ ২০২৫ | প্রিন্ট
রনি বলেন, বিএনপির মূল যে ফাউন্ডেশনটা সেটা আওয়ামী লীগের হাত ধরে। দল গঠন থেকে শুরু করে সব কিছুর মধ্যে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদটা ঢুকিয়ে দেয়া হলো। কিন্তু সংগঠন করা, সংগঠনকে তৃণমূলে পৌঁছে দেয়া, রাষ্ট্রক্ষমতা পরিচালনা থেকে শুরু করে সব কিছুর মধ্যে মূলত আওয়ামী সেই দীর্ঘদিনের মেধা, শ্রম এই জিনিসগুলি রয়েছে।
মওলানা আব্দুল হামিদ খান ভাষানী িএবং তার সঙ্গে আব্দুল্লাহ আল নোমান, কাজী জাফর আহমেদ থেকে শুরু করে যে সকল বামধারার রাজনীতিবিদ এমনকি মতিয়া চৌধুরি, রাশেদ খান মেনন তারা অনেকটা নিরপেক্ষ থেকে জিয়াউর রহমানকে কিন্তু সহযোগিতা করেছিলেন। কমরেড মনি সিং থেকে শুরু করে আরও অনেকে। এর কারণ হলো তিনিএই আওয়াময় লীগ নামক দলটিকে ধ্বংস করতে চাননি।
ফলে বাংলাদেশে অনেক রাজনৈতিক সংঘাত সৃষ্টি হয়। বরং জাসদের সাথে বঙ্গবন্ধুর যে সংঘাতটা ছিল, সর্বভারতের সাথে যে সংঘাত ছিল সে সংঘাত জিয়াউর রহমান খুব দ্রুত নিষ্পত্তি করে ফেলেন। তিনি দেশটিকে স্বকীয়তার স্বর্ণশিখরে নিয়ে গিয়েছিলেন।
Posted ১৬:৪৪ | বুধবার, ২৬ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain