
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৬ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : ২০২৫ সালের দাখিল পরীক্ষার সময়সূচি (রুটিন) সংশোধন করে প্রকাশ করা হয়েছে। নতুন সংশোধিত রুটিনে বাংলা প্রথম পত্র ও উচ্চতর গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন রুটিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল। আগের রুটিনে এ পরীক্ষা হওয়ার কথা ছিল ২০ এপ্রিল। আর উচ্চতর গণিতের পরীক্ষা নতুন রুটিনে অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে। আগের রুটিনে এ পরীক্ষা হওয়ার কথা ছিল ১৩ মে। ব্যবহারিক পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে।
বুধবার মাদরাসা শিক্ষা বোর্ড এ নতুন রুটিন প্রকাশ করেছে। এর আগে, গত ১৬ মার্চ এক বিজ্ঞপ্তি মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছিল, ১৩ এপ্রিলের আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মে। এবার বাংলা প্রথম পত্র ও উচ্চতর গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলো। উল্লেখ্য, দাখিল পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ মে। আগের রুটিন পরীক্ষা তবে ১৩ মে শেষ হওয়ার কথা ছিল। ব্যবহারিক পরীক্ষার তারিখ বদলে গেছে। এখন ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২০ মে পর্যন্ত।
Posted ১৫:১৬ | বুধবার, ২৬ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain