
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ | প্রিন্ট
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পরিকল্পিতভাবে দেশের পরিস্থিতি জটিল করার চেষ্টা চালানো হচ্ছে। নির্বাচনকে প্রলম্বিত করে নির্বাচন ছাড়াই ক্ষমতাবান হবার প্রচেষ্টা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষার পরিপন্থী। প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পুটিমারী বাজারে ৭ নং ওয়ার্ড বিএনপি অয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন প্রিন্স।
প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেছেন, সেনাবাহিনীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে অনিশ্চিত করার অপচেষ্টা হচ্ছে।
সশস্ত্র বাহিনী জাতীয় ঐক্যের প্রতীক। স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকবচ। সেনাবাহিনীকে বিতর্কিত করে দুর্বল করলে জাতীয় স্বাধীনতা বিপন্ন হবে।
এমরান সালেহ প্রিন্স বলেন, অহেতুক উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লাভের দিন শেষ। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে রাজনীতি ও রাষ্ট্রের পরিবর্তন আনতে হলে জননির্ভর গঠনমূলক রাজনীতি করতে হবে।
তিনি সকলের প্রতি জাতীয় ঐক্য অটুট রেখে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষা তথা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান। তিনি ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেয়ারও আহ্বান জানান।
৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Posted ১৫:১৮ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain