
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ মার্চ ২০২৫ | প্রিন্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা জনগণের শত্রু। কারণ গণতান্ত্রিক নির্বাচন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
সোমবার রাজধানীর শাহবাগের পিজি হাসপাতাল অডিটরিয়ামে ঢাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের জাতীয়তাবাদী চিকিৎসক ও সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, হাসিনা পেশিশক্তি, নির্যাতন-নিপীড়নের মাধ্যমে সঠিক নির্বাচন হতে দেয়নি। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। আর এখন একটি শক্তি ভিন্ন কৌশলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। এতে জুলাই গণ-অভ্যুত্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। এ জন্য দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে।
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ৩৫ বছরের রাজনৈতিক জীবনে মেয়র হতে পারা তার বড় প্রাপ্তি। আগামীতে সবাইকে নিয়ে ক্লিন চট্টগ্রাম গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হোসেন জীবন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ড্যাব সভাপতি প্রফেসর ডা. জসীম উদ্দিন প্রমুখ।
Posted ১৫:৪৩ | সোমবার, ২৪ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain