
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ মার্চ ২০২৫ | প্রিন্ট
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিতে হলে, দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন যদি আমরা পাশ কাটিয়ে যাই, তাহলে গণতন্ত্রে উত্তরণ করতে পারব না।
সোমবার রাজধানীর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) মিলনায়তনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, দেশের জনগণের রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা তার এমপি-মন্ত্রীসহ অনেক নেতাকর্মী পালিয়েছেন। আওয়ামী লীগের দোসরা কিন্তু পালাননি। তারা এখনও ঘাপটি মেরে আছে। তাদেরও নির্মূল করতে হবে। কারণ গত ১৬-১৭ বছর আমাদের বন্ধুদের তারা নির্যাতন ও অবিচার করেছেন।
তিনি বলেন, দেশকে রক্ষা করতে হলে শ্রমিকদের রক্ষা করতে হবে। দেশের জনগণকে রক্ষা করতে হবে।
সংগঠনের সভাপতি নিয়াজ আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লাইন ফারুক রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কৃষকদলের সাবেক দফতর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলামের রিপন ও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Posted ১৫:৩৮ | সোমবার, ২৪ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain