
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : যান্ত্রিক ত্রুটির কারণে আটকে গেছে বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলের একটি ট্রেন। স্বয়ংক্রিয় সিস্টেম হওয়ায় বাকি ট্রেনগুলো স্ব-স্ব স্থানে আটকে গেছে। ফলে যাত্রাপথে ভোগান্তির শিকার হয়েছেন মেট্রোরেলের যাত্রীরা।
সোমবার (২৪ মার্চ) ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, একটা ট্রেন ডিফেক্ট হয়েছে। সেই ট্রেনটিকে আগারগাঁওয়ে সাইড করা হচ্ছে। সেটার কাজ শেষ হলেই বাকি দিনগুলো চলাচল শুরু করবে। এটার জন্য হয়ত বেশি সময় লাগবে না।
দায়িত্বশীল আরও একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, একটি ট্রেনের ব্রেকে জটিলতা তৈরি হয়েছিল। পরে দুপুর ৩টা ৪০ মিনিট থেকে বিকাল ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ৪টা ৮ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
Posted ১০:২৬ | সোমবার, ২৪ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain