
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : গুলশানে একটি স্পা সেন্টারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) চালানো অভিযানে একাধিক নারীকে আটক করা হয়েছে। রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিকে অভিযানটি চালানো হয়।
র্যাব জানিয়েছে, গুলশান-১ এলাকায় অবস্থিত আরএম সেন্টারের চতুর্থ তলায় থাকা স্পা সেন্টারটি চেক করার পর সেখানে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে তারা জানতে পারে। অভিযানে গিয়ে সেন্টারের আড়ালে চলমান অবৈধ কার্যক্রমের সত্যতা পাওয়া যায়।
এ সময়, সেখানে কর্মরত একাধিক নারীকে আটক করা হয় এবং স্পা সেন্টারের বিভিন্ন স্থান থেকে অসামাজিক কার্যকলাপের আলামত সংগ্রহ করা হয়। র্যাব জানিয়েছে— আটক নারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Posted ০৭:৪৫ | সোমবার, ২৪ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain