
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন বন্ধ থাকবে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানির কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক তিনি জানান, মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভারতের সঙ্গে আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত হিলি বন্দরে আমদানি রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে এবং ৬ এপ্রিল থেকে পুনরায় আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হিলি বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
Posted ০৮:০৯ | রবিবার, ২৩ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain