
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ছাত্র সমন্বয়করা তদবির করে আওয়ামী লীগের দোসরদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আর দোষ চাপাচ্ছে সেনাবাহিনী ও সরকারের উপর। শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের কালো টাকার লোভে অনেক রাজনৈতিক দল তাদের রক্ষার চেষ্টা চালাচ্ছেন। গণ অধিকার সভাপতি বলেন, সরকারি সুযোগ সুবিধা নিয়ে যারা দল গঠন করেছে তারাও শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট দল হতে চায়। রাষ্ট্রীয় সুবিধা নিয়ে দল গঠন করে তারা আজ দেশে বিভাজন ও নৈরাজ্য তৈরি করতে চায়। কিছু তথাকথিত বুদ্ধিজীবী তাদের সহযোগিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ৫ আগস্টেই জনগণ রায় দিয়েছে, এই দেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। সুতরাং লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগকে পুনর্বাসন মানে শহীদের রক্তের সাথে বেইমানি। এই বেইমানি কাউকে করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, আমরা ঘৃণাভরে তার বক্তব্য প্রত্যাখ্যান করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অবশ্যই তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। গণঅভ্যুত্থান পরে দরকার ছিল ঐক্যমত্যের সরকার। কিন্তু সেটি না করে এনজিও ব্যক্তিত্ব ও বৃদ্ধদের নিয়ে সরকার গঠিত হয়েছে। যারা ৭ মাসেও আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারেনি। সরকারকে জাতীয় সংলাপে ডেকে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে।
বিক্ষোভ মিছিল শেষে গণ অধিকারের পক্ষ থেকে একটি গণ মিছিলের আয়োজন করা হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ রাজধানী ঢাকাসহ সারাদেশে শনিবার ঢাকাসহ সারাদেশে অবস্থান ও গণসাক্ষর কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
গণঅধিকারের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উচ্চতর পরিষদ সদস্য ফারুক হাসান, হাসান আল- মামুন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।
Posted ১৬:১৬ | শুক্রবার, ২১ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain