
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : অ্যান্টিক মেটাল কয়েনের ব্যবসার নামে অভিনব প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারক চক্রটি জাপান ও যুক্তরাষ্ট্রে কয়েনের ব্যাপক চাহিদার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১ কোটি ৭০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তাররা হলেন- ইফতেখার আহম্মেদ (৪৪), আবু নাঈম মো. ফাইজানুল হক ওরফে ডক্টর নাঈম (৪৮), মো. আব্দুল হালিম তালুকদার কুরাইশি (৪২) ও আবুল কালাম আজাদ (৪৬)।
বৃহস্পতিবার (২০ মার্চ) দিনগত রাত ১২টা ১০ মিনিট থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত রাজধানীর আদাবর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।
ইবনে মিজান জানান, ভুক্তভোগী মিজানুর রহমানকে অ্যান্টিক মেটাল কয়েন ব্যবসার কথা বলে প্রলোভনে ফেলে চক্রটি। তারা কয়েনগুলোর মূল্য ২০ বিলিয়ন মার্কিন ডলার হবে বলে বিশ্বাস অর্জনের চেষ্টা করেন।
গত বছরের ১৮ সেপ্টেম্বর গুলশানের একটি হোটেলে বিদেশি কোম্পানির প্রতিনিধি সেজে প্রতারণার ফাঁদ পাতে চক্রটি। এরপর ২৭ অক্টোবর মিজানুর রহমান ৪৫ লাখ টাকা অগ্রিম দেন এবং পরবর্তী সময়ে আরও ৭৫ লাখ টাকা নগদ ও ৫০ লাখ টাকার একটি চেকসহ মোট ১ কোটি ৭০ লাখ টাকা তুলে দেন। পরে তিনি বুঝতে পারেন, পুরো বিষয়টি প্রতারণা।
তিনি বলেন, প্রতারিত হওয়ার পর মিজানুর রহমান আদাবর থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চারটি অ্যান্টিক মেটাল কয়েন, একটি ৫০ লাখ টাকার ব্যাংক চেক, নগদ ১৯ লাখ ৫০ হাজার টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিসি ইবনে মিজান বলেন, গ্রেপ্তাররা আন্তঃজেলা ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা করে আসছে এবং আরও কয়েকজনকে টার্গেট করেছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করতে তদন্ত চলছে।
Posted ০৮:৫৬ | শুক্রবার, ২১ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain