
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ | প্রিন্ট
স্পোর্টস ডেস্ক :দরজায় কড়া নাড়ছে আইপিএলের এবারের আসর। আর দুই দিন পরই মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে এ টুর্নামেনয়ের এবারের আসর। তার আগেই বড় ইঙ্গিত দিল বিসিসিআই। বিশ্ব ক্রিকেটে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ছিল যে রীতি, পরিস্থিতির বিচারে সেটাই আবার ফিরছে। করোনার সময় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে নিষিদ্ধ হয়েছিল ক্রিকেট বলে লালা লাগানোর রেওয়াজ।
আইসিসির পক্ষ থেকে ২০২২ সালে পুরোপুরি ভাবে নিষিদ্ধ করা হয় এই প্রথা। তবে যেহেতু এখন সেই পরিস্থিতি নেই, তাই আইপিএলে এই নিয়ম ফেরাতে পারে বিসিসিআই। জানা যায়, আজ আইপিএলের সব দলের অধিনায়ক নিয়ে একটা অনুষ্ঠান হবে। সেখানেই এই প্রস্তাব নিয়ে আলোচনা করতে পারেন বোর্ডের সদস্যরা, এমনটাই সূত্রের খবর।
মূলত বোলারদের সুবিধা পাওয়ার জন্যই বলে লালা লাগানোর এই প্রথা ছিল। নতুন বলের একদিকের উজ্জ্বলতা বজায় রাখার জন্য এবং সুইং আদায় করার জন্যই বোলাররা এটা করতেন। অতীতের এই প্রথা ফেরানোর কথা কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বলেছেন মোহাম্মদ সামি। এছাড়া বলে লালা ফেরাতে কথা বলেন টিম সাউদি, ভার্নন ফিল্যান্ডারদের মতো পেসাররা। সেই পথেই এ বার হাঁটতে পারে বিসিসিআই।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়ছেন বিসিসিআইয়ের এক সদস্য। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ‘কোভিডের আগে পর্যন্ত বলে লালা লাগানোর নিয়ম চালু ছিল বহু বছর ধরেই। যেহেতু এখন সংক্রমণ ছড়ানোর ভয় নেই, তাই আমরা মনে করি আইপিএলে এই নিয়ম ফের চালু করায় কোনও ক্ষতি নেই।
মূলত টেস্ট ক্রিকেটে বোলাররা এই নিয়মে বেশি সুবিধা পেলেও, সীমিত ওভারের খেলাতেও তা কার্যকর হতে পারে। বোর্ডের ওই সদস্য আরও বলেন, ‘আমরা জানি, লাল বলের ক্রিকেটে এটা বেশি কার্যকর হয় বোলারদের জন্য, তবে সীমিত ওভারের খেলাতেও সাহায্য পেতে পারেন বোলাররা। আইপিএল বিশ্ব ক্রিকেটের একটা অবিচ্ছেদ্য অঙ্গ এখন, তাই এই টুর্নামেন্টে নিয়ম ফেরানোর কথা ভাবছে বোর্ড।
বলে লালা লাগানোর উপর এই নিষেধাজ্ঞা আইপিএলে উঠে গেলে, তা বড় বার্তা হবে বিশ্ব ক্রিকেটের জন্য। সেক্ষেত্রে আইসিসিও তাঁদের সিদ্ধান্ত নিয়ে আবার বিবেচনা করতে পারে। তাছাড়াও আসন্ন আইপিএলে উচ্চতা এবং অফ স্টাম্পের বাইরের বলে ওয়াইডের সিদ্ধান্ত নিয়েও রিভিউ নেওয়ার নতুন নিয়ম চালু করতে পারে বোর্ড, এমনটাই জানা গিয়েছে।
Posted ০৭:৩৪ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain