
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, হাসিনা তার পরিবারের সদস্যদের দিয়ে লুটপাটের উৎসবে মেতে উঠেছিলেন। দেশ থেকে টাকা পাচার করেছে, কেউ কথা বললে তাকে গুম করা হয়েছে, খুন করা কয়েছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। লুটেরাদের শাসনব্যবস্থা বদলিয়ে জনগণের শাসনব্যবস্থা কায়েম করতে হবে বলে জানান তিনি।
আজ সোমবার আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র উদ্যোগে চলমান গণইফতার কার্যক্রমের ১৬তম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু’র সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণইফতার কার্যক্রমে আরোও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য বাচ্চু ভুঁইয়া, এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক কেফায়েত হোসাইন তানভীর, ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, পল্টন থানা আহ্বায়ক আবদুল কাদের মুন্সী ও যুব নেতা ইমরান হোসেন শিবলু।
প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, এবি পার্টি প্রতিষ্ঠার পর থেকেই গণইফতারের আয়োজন করছেন যা একটি প্রসংশনীয় উদ্যেগ। তিনি এমন আয়োজনের জন্য এবি পার্টিকে ধন্যবাদ জানিয়ে জনগণের উদ্দেশ্যে বলেন, এমনি এমনি তো এই রাষ্ট্র আমরা পাইনি। যুদ্ধ করে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি। যোদ্ধা হচ্ছে খেটে খাওয়া মানুষ। সম্পদ তৈরি করেন আপনারা আর ভোগ করেন অল্প সংখ্যক লোকেরা। এভাবে চলতে পারে না।
তিনি বলেন, এই দেশ হবে খেটে খাওয়ার মানুষের। হাসিনা কি এমনি এমনি পালাইছে। ১৬০০ মানুষের জীবনের বিনিময়ে হাসিনাকে পালাইতে হইছে। হাসিনা পালানোর মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ হয়েছে, সেটি আমরা হেলায়ফেলায় বেহাত হতে দেব না।
সভাপতির বক্তব্যে পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আপনারা তো ভালো নাই, ভালো থাকলে এখানে আসতেন না! এই রাষ্ট্রে শেখ হাসিনার মতো শাসক গোষ্ঠী কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে শাসন করেছে। যার ফলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাসিনাকে পালাতে হয়েছে। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে অপরাধ শূন্যের কোঠায়। মানুষের অভাব পূরণের মধ্যে দিয়ে এটি সম্ভব হয়েছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য তিনি বলেন, আপনাদের ৩টি কাজ করতে হবে, সংস্কার, বিচার ও নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বিচার কে করবে? আমার বোনের বিচার কে করবে? আমার রিকশাওয়ালা শহীদ ভাইয়ের বিচার কে করবে? বিএনপি ক্ষমতায় এলে আমার জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বিচার করবে না, জামায়াত ক্ষমতায় আসলেও করবে না।
গণইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক আবু হেলাল, যুবপার্টির দপ্তর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, সহ. অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহ. প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Posted ১৫:২৫ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain