
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৭ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : সম্প্রতি একটি অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে ডিএমপি কমিশনার বলেন, ‘আমি ‘নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।
এর আগে গত শনিবার ‘ধর্ষণ’ শব্দটির পরিবর্তে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ শব্দ ব্যবহার করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান শেখ মো. সাজ্জাত আলী। সূত্র : বাসস
Posted ০৭:৫৯ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain