
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। যার মধ্যে দেশটির মিসৌরি অঙ্গরাজ্যে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। রবিবার (১৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ টর্নেডোর তাণ্ডবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এই তথ্য নিশ্চিত করেছে।
মিসৌরির গভর্নর শনিবার আরও পরের দিকে টর্নেডো আবারও আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। রাজ্যের জরুরি ব্যবস্থাপনা পরিষেবা একাধিক অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে। শনিবার বিকেলে টেক্সাস, মিসৌরি এবং ইলিনয় সহ ছয়টি রাজ্যে ২,৪০,০০০ এরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেন মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোল বলেছে, ‘‘টহল দলের সদস্যরা এবং স্থানীয় সংস্থাগুলো দুর্দশাগ্রস্ত লোকজনকে সহায়তা ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে অক্লান্ত পরিশ্রম করছেন।’’
দেশটির জাতীয় আবহাওয়া সেবা সংস্থার আবহাওয়াবিদ ডেভিড রথ বলেছেন, শুক্রবার রাতে এবং শনিবার সকাল পর্যন্ত ২৬টি টর্নেডোর আঘাতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিম্নচাপ তৈরি হওয়ায় আরকানসাস, ইলিনয়, মিসিসিপি এবং মিসৌরির কিছু অংশজুড়ে শক্তিশালী বজ্রপাত হতে পারে বলে পূর্বাভাষ দিয়েছেন তিনি। সূত্র: বিবিসি
Posted ০৩:৫৫ | রবিবার, ১৬ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain