
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ | প্রিন্ট
‘ডেস্ক রিপোর্ট : আইনের দৃষ্টিতে আসিফ মাহমুদ সজিব ভুইঁয়ার যতটুকু দাম পুলিশের কাছে আমারও ততটুকুই দাম হওয়া উচিৎ।’ বলেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।
তিনি বলেন, ‘পুলিশ এখন কাকে দেখে সালাম দেয়? সমন্বয়কদের দেখে। সমন্বয়করা নিজেরা যে চাঁদাবাজ হয়েছে তা নয়। তাদের চাঁদাবাজ বানিয়েছে পুলিশ।’
সমন্বকরা এখন কি অবস্থানে আছেন জানতে চাইলে মাসুদ কামাল বলেন, ‘জুলাই আন্দোলনের সাফল্যের পরে দেশ তো আগের মতই আছে, অফিস আদালত আগের মতই আছে। সেগুলো আগের মতই তদবিরে চলে। দেশের লোকজন আগের মতই একে অপরের বিরুদ্ধে মামলা দেয়। একটা উদাহরণ দিয়ে বলি, মনে করি একজন ভ্যানওয়ালাকে উপদেষ্টা আসিফ মাহমুদ ঝামেলা থেকে বাঁচিয়ে দিলো। এখন ঐখানে যদি আসিফ না যেয়ে আমি যেতাম তাহলে কি ছাড়তো? এটা একটা ভালো কাজ। কিন্তু এই কাজটাই যদি আমি করতে যেতাম তাহলে কি ছাড়তো? ছাড়তো না। আইনের দৃষ্টিতে আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার যতটুকু দাম, আমারও ততটুকুই দাম।’
Posted ০৯:৫৯ | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain