
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ মার্চ ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : আবুধাবির বিগ টিকিট ড্র-তে ২০ মিলিয়ন দিরহাম জিতে নিয়েছেন দুবাই প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীর আলম।
সোমবার অনুষ্ঠিত লটারিতে তার টিকিট নম্বর ১৩৪৪৬৮ বিজয়ী হয়। গত ১১ ফেব্রুয়ারি যেটি কিনেছিলেন তিনি। এই খবর জানিয়েছে খালিজ টাইমস।
দুবাইয়ে ছয় বছর ধরে জাহাজ নির্মাণ শিল্পে কাজ করছেন জাহাঙ্গীর। তার পরিবার থাকে বাংলাদেশে। গত তিন বছর ধরে তিনি ১৪ জন বন্ধুর সঙ্গে নিয়মিত বিগ টিকিট কিনছিলেন। তিনি আশায় ছিলেন, কখনো তিনি জিতবেন লটারি।
জাহাঙ্গীর জানান, হঠাৎ একটি ফোন আসে তার কাছে। তখন বন্ধুর কাছ থেকে এই লটারি জেতার খবর পান। এই জয় ১৪ জন বন্ধুর ও তাদের পরিবারের বলেও উল্লেখ করেন ৪৪ বছর বয়সী জাহাঙ্গীর।
পুরস্কারের অর্থ দিয়ে জাহাঙ্গীর দুবাইতে একটি ব্যবসা শুরু করতে চান এবং তার বন্ধুদেরও এতে যুক্ত করতে ইচ্ছুক। পাশাপাশি তিনি ভবিষ্যতেও বিগ টিকিট কেনা চালিয়ে যাবেন।
Posted ০৬:১০ | বুধবার, ০৫ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain