
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : ঢাকা সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, অচিরেই এর সুফল মিলবে।
তিনি বলেন, “আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি, ঢাকাসহ সারাদেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যা যা করণীয় দরকার পুলিশ তা করছে। ছিনতাইকারী যারা বিঘ্ন সৃষ্টি করছে তাদেরকে ধরার জন্য আমাদের ডিবির স্পেশাল টিমগুলো দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। আমার মনে হয় আমরা অচিরেই সুফল পাব।”
আজ শনিবার দুপুরে ঢাকার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি আরও বলেন, “আমাদের যে আইনানুগ ব্যবস্থা রয়েছে, আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ছিনতাইকারী, অন্যায়কারী সবাইকেই আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব।
জামিনে মুক্তি পাওয়া ‘শীর্ষ সন্ত্রাসী’দের বিষয়ে এক প্রশ্নে ঢাকার ডিবি প্রধান বলেন, “পিচ্চি হেলাল বা ইমনসহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রুপের যেই থাকুক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। ইতোমধ্যে এসব গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
তবে শীর্ষ সন্ত্রাসীদের এখনও ‘ট্রেস’ করা সম্ভব না হলেও প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
Posted ১৫:৩০ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain