নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের ভূমিকা অনস্বীকার্য। ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা ও প্রযুক্তি খাতের উন্নয়নে চীনের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করি।
রবিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজার সংলগ্ন ওয়ামি কমপ্লেক্স এলাকায় চীনা দূতাবাসের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
জামায়াতে ইসলামীর আমির বলেন, চায়না ভাষা শেখানোর জন্য একটি আধুনিক একাডেমি গড়ে তোলার প্রয়োজন রয়েছে। দরিদ্র জনগণের জন্য সহায়তা প্রদান মহান কাজ। আল্লাহ যেন তাদের ভাগ্য পরিবর্তন করেন, যাতে তারা ভবিষ্যতে অন্যদের সহায়তা করতে পারে।
এসময় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জামায়াতে ইসলামীর মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, জামায়াতের সহযোগিতায় পরিচালিত এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠান গরিব-এতিম শিশুদের জন্য আশীর্বাদস্বরূপ। ভবিষ্যতে চীন এইসব শিক্ষার্থীদের চীনে প্রশিক্ষণের সুযোগ করে দিতে আগ্রহী।
তিনি আরও উল্লেখ করেন, চীন বাংলাদেশের চিকিৎসা, শিক্ষা এবং বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন উন্নয়ন খাতে কাজ করতে চায়। আমরা বাংলাদেশের সার্বিক উন্নয়নে পাশে থাকব। ২০২৫ সালটি চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী। এই সম্পর্ক আরও দৃঢ় হবে।
পরে প্রধান অতিথি এবং চীনা রাষ্ট্রদূত কালিয়াকৈরের সহস্রাধিক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। চীনা রাষ্ট্রদূত এসময় সবার হাতে শীতের কম্বল তুলে দেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তেল, আটা, চাল, ডাল, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর প্যাকেট হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর জামায়াতের আমির আধ্যাপক জামাল উদ্দিন, মহানগর নায়েবে আমির মো. খায়রুল হাসান, শিবিরের সাবেক সভাপতি সালাহউদ্দিন আইউবীসহ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও চীনা দূতাবাসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এর আগে, চীনা রাষ্ট্রদূত অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে ওয়ামী স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান। অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এতিম শিশু ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
Posted ১৬:২০ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain