সোমবার ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেখ রাসেলকেও কেন হ*ত্যা করতে হয়েছিল, কারণ জানালেন রাশেদ চৌধুরী

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট

শেখ রাসেলকেও কেন হ*ত্যা করতে হয়েছিল, কারণ জানালেন রাশেদ চৌধুরী

১৯৭৫ সালের ১৫ আগস্ট সকাল থেকে রেডিওতে ঘোষণা হচ্ছিল, “শেখ মুজিব ইজ ডেড।” কেন শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল, এমনকি শিশু শেখ রাসেলও এই হত্যাকাণ্ড থেকে রেহাই পেল না—এই বিষয়ে মুখ খুলেছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)। সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলের এক লাইভে প্রথমবারের মতো এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

ইলিয়াস হোসেনের প্রশ্নের উত্তরে রাশেদ চৌধুরী জানান, মুক্তিযুদ্ধের পর দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর তরুণ অফিসাররা হতাশ হয়ে পড়েন। দুর্ভিক্ষ, লুটপাট এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে গোপনে আলাপ-আলোচনা চললেও সিনিয়র কর্মকর্তারা প্রকাশ্যে কিছু বলতেন না। ১৯৭৫ সালের বাকশাল গঠনের পর এই চিন্তা আরও গভীর হয়। তবে রাশেদ চৌধুরী স্পষ্ট করেন যে, তিনি সরাসরি এই পরিকল্পনার অংশ ছিলেন না, বরং আলোচনা পর্যায়েই ছিলেন।

১৫ আগস্টের অপারেশনের নেতৃত্বে ছিলেন ফারুক, যেখানে রশিদের দায়িত্ব ছিল রাজনৈতিক ব্যক্তিদের একত্রিত করা। অপারেশনটি শেখ মুজিবের ধানমন্ডির বাসা, শেখ ফজলুল হক মণির বাসা, সেরনিয়াবাদ হাউজ এবং রেডিও স্টেশনকে ঘিরে পরিচালিত হয়।

শেখ রাসেলের মৃত্যু সম্পর্কে বলতে গিয়ে রাশেদ চৌধুরী উল্লেখ করেন, ধানমন্ডির বাসায় গোলাগুলির সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রাসেলও দোতলায় আটকা ছিলেন। তিনি বলেন, গোলাগুলির একপর্যায়ে সিপাহীরা ক্ষিপ্ত হয়ে জানালা দিয়ে গ্রেনেড ছোড়ে। এতে পরিবারের সবাই প্রাণ হারান। রাসেলকে হত্যা করার নির্দেশনা কেন দেওয়া হয়েছিল—এই প্রশ্নে রাশেদ চৌধুরী সরাসরি উত্তর না দিলেও ইঙ্গিত দেন যে, পুরো ঘটনা পরিকল্পনার বাইরেই ঘটে।

লাইভে রাশেদ চৌধুরী দাবি করেন, মুজিবের শাসনকালে গণতন্ত্রের পরিবর্তে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। তিনি মনে করেন, মুজিবের শাসনকালেই তার মৃত্যুর পরিস্থিতি তৈরি হয়েছিল।

তিনি বলেন, “মুজিবকে হত্যা করা না হলে দেশ পরিবর্তন সম্ভব ছিল না।” তবে এই হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, নিরপরাধ মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত ছিল।

ইলিয়াস হোসেনের প্রশ্ন ছিল, মুজিবকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে জীবিত রেখে দেওয়া কি ভুল ছিল? এই প্রশ্নে রাশেদ চৌধুরী সরাসরি কোনো উত্তর দেননি। তবে তিনি বলেন, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও মুজিবের একনায়কতন্ত্রই তার মৃত্যু অনিবার্য করে তুলেছিল।

এভাবেই ইতিহাসের সেই কলঙ্কিত অধ্যায় সম্পর্কে নিজের মতামত তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী।

Facebook Comments Box
advertisement

Posted ০৮:১৩ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com