নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : লাচল বন্ধের কারণে ঘাটে ফেরি যানবাহন নিয়ে আটকে নোঙর করে আছে এবং দৌলতদিয়া ঘাট প্রান্ত এলাকাজুড়ে সারি সারি যানবাহন দাঁড়িয়ে আছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ চালকরা এবং যানবাহন নিয়ে ৭টি ফেরি নোঙর করে পদ্মার দৌলতদিয়া প্রান্তে আটকে আছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, রবিবার ভোর ৬টা ৫০ মিনিট থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
Posted ০৬:১৩ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain