নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : রাজনৈতিক দল গঠন করতে গিয়ে ছাত্ররা রাষ্ট্র ও প্রশাসনের সহায়তা নিলে তাতে জনগণ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকালে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
তারেক রহমান বলেন, ‘রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় ও প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে। কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য, মন্তব্য যদি ঝগড়াসুলভ কিংবা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত।
এসময় তারেক রহমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কিছু পণ্যের ভ্যাট বৃদ্ধিতে জনগণের দুর্ভোগ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, জনগণের কাছে সংস্কার ও নির্বাচনের চেয়ে সংসার চালানো বেশি গুরুত্বপূর্ণ।
ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ছাত্রদের উচিত অন্য রাজনৈতিক দলের প্রতি হিংসা প্রকাশ না করে বক্তব্যে সংযত থাকা।
তরুণরা প্রশ্নবিদ্ধ পথের না গিয়ে, স্বচ্ছ পথে সামনের দিকে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
Posted ১৪:৪৭ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain