নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : বিপিএলের প্লে অফের সমীকরণ নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর-বরিশালে প্লে-অফ অনেকটা নিশ্চিত করলেও, বাকি কোন দুই দল যাবে সেরা চারে সেটা এখনো অনিশ্চিত। এমনকি টেবিলের তলানিতে থাকা ঢাকা-সিলেটেরও এখনো সম্ভাবনা রয়েছে প্লে-অফে যাওয়ার। সিলেট চট্টগ্রাম ঘুরে বিপিএল আবারও ফিরছে ঢাকায়। আগামীকাল থেকে ঢাকায় শুরু হবে শেষ পর্বের খেলা।
চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল জমে উঠেছে পয়েন্ট টেবিলের সমীকরণ। নিজেদের শেষ ম্যাচে রংপুরকে আসরের প্রথম হারের স্বাদ দেয়া রাজশাহীরও সুযোগ তৈরি হয়েছে প্লে অফে খেলার। এছাড়া টেবিলের ছয়ে থাকা ঢাকারও শেষ দুই ম্যাচ জিতলে সুযোগ রয়েছে প্লে অফ নিশ্চিত করার। অন্যদিকে শীর্ষে থাকা রংপুর রাইডার্স আর ফরচুন বরিশালের অনেকটাই নিশ্চিত হয়ে গেছে প্লে অফে খেলার। তবে বাকি দুই দল কারা হবে সেটি জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েকটি ম্যাচ।
চিটাগং কিংস আর খুলনা টাইগার্স টেবিলের তিন এবং চারে থাকলেও তাদের ম্যাচ বাকি আরো তিনটি। অন্যদিকে ঢাকা এবং রাজশাহীও খেলবে আরো দুই ম্যাচ। এই দুই দল শেষের ম্যাচগুলো জিতে গেলে অন্যদিকে খুলনা আর চিটাগং কোনো ম্যাচ হারলেই সুযোগ তৈরি হবে ঢাকা ক্যাপিটাল কিংবা দুর্বার রাজশাহীর।
প্লে-অফে খেলার পথে বাকি দলগুলোর মাঝে সবচেয়ে এগিয়ে আছে ফরচুন বরিশাল। ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরিশাল। বাকি চার ম্যাচের একটিতে জিতলেই প্লে-অফ নিশ্চিত করবে তামিম ইকবালের দল। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চিটাগং। প্লে-অফে যেতে হলে বাকি ৩ ম্যাচের দুটিতে জিতলেই চলবে চিটাগংয়ের।
নিজেদের ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে খুলনা টাইগার্স। সেরা চারে থাকতে হলে বাকি তিন ম্যাচের দুইটিতে জিততে হবে খুলনাকে। প্লে-অফে ওঠার লড়াইয়ে খুলনার বড় প্রতিদ্বন্দ্বী দুর্বার রাজশাহী। ১০ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আছে রাজশাহী। নিজেদের শেষ দুই ম্যাচে জয় তো লাগবেই, রাজশাহীর প্লে-অফে ওঠার পথে রান রেটের হিসেব নিকেশও আসতে পারে। এখানে বেশ পিছিয়েই আছেন তারা।
অন্যদিকে প্লে-অফে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালসের। ১০ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছেন ঢাকা। ৯ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে সিলেট। নিজেদের শেষ ম্যাচগুলোতে জয় পেলেও হবে না ফ্র্যাঞ্চাইজি দুটির, তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের ফলাফলের দিকেও। মূলত কাগজে কলমেই টিকে আছে এই দুই দলের প্লে-অফ খেলার স্বপ্ন।
চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিল-
দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট |
রংপুর রাইডার্স | ৯ | ৮ | ১ | ১৬ |
ফরচুন বরিশাল | ৮ | ৬ | ২ | ১২ |
চিটাগাং কিংস | ৯ | ৫ | ৪ | ১০ |
খুলনা টাইগার্স | ৯ | ৪ | ৫ | ৮ |
দুর্বার রাজশাহী | ১০ | ৪ | ৬ | ৮ |
ঢাকা ক্যাপিটাল | ১০ | ৩ | ৭ | ৬ |
সিলেট স্ট্রাইকার্স | ৯ | ২ | ৭ | ৪ |
Posted ০৭:০৪ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain