নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (শাবিপ্রবি) প্রাচ্যের অক্সফোর্ড-খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই নিজ নিজ কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রবেশ করেন।
শনিবার (২৫ জানুয়ারি) শাবিপ্রবির ৪টি বিল্ডিংয়ে ১৬৯৫ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। সকাল সাড়ে ১০টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এদিকে বাইরে অপেক্ষা করতে দেখা যায় অভিভাবকদের।
কথা হয় সুনামগঞ্জ থেকে আসা কামরুন্নার বেগম নামে এক অভিভাবকের সঙ্গে। তিনি বলেন, আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। আমি চাই আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাক। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সবসময় অনুপ্রেরণা দিয়েছি। মেয়েটা সে অনুযায়ী পড়াশোনা করেছে। আল্লাহর কাছে মিনতি করি আমার মেয়ের মনের আশা যেন পূর্ণ করেন।
রহিমা বেগম নামের এক অভিভাবক বলেন, ঢাবিতে ছেলেকে পড়ানো আমার দীর্ঘদিনের স্বপ্ন। জানি না স্বপ্নটা সত্যি হবে কিনা? ছেলেটার কাছে ভালো কিছু শোনার অপেক্ষায় আছি।
উল্লেখ্য, সারা দেশে বিভাগীয় কেন্দ্রে একযোগে আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। এই ইউনিটের মোট আসনসংখ্যা দুই হাজার ৯৩৪। এই ইউনিটে আবেদন করেছেন এক লাখ ২৫ হাজার ৪৯৯ জন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ৪৩ জন শিক্ষার্থী।
Posted ০৬:৫০ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain