নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নোতে বোকো হারাম বিদ্রোহীদের গ্রামে হামলার পর কমপক্ষে ২০ জেলে নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার জেলেরা এবং স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা হামলার বিষয়টি জানিয়েছেন।
বার্তা সংস্থাটি জানায়, বেসামরিক যৌথ টাস্ক ফোর্সের সদস্য মোদু আরি বলেন, বিদ্রোহীরা বুধবার রাতে গাদান গারির মৎস্যজীবী সম্প্রদায়ে হামলা চালায় এবং ওই এলাকায় কর্মরত জেলেদের ওপর গুলিবর্ষণ করে, এতে কমপক্ষে ২০ জন নিহত হয়।
মুস্তাফা কাকাহাল্লাহ নামের একজন বাসিন্দা বলেছেন, তার শিশু ওই হামলায় নিহত হয়েছে এবং তারা ১৫ জনেরও বেশি লোককে কবর দিয়েছে। অবশ্য সামরিক ও বোর্নো প্রদেশের কর্মকর্তারা হামলার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।
নাইজেরিয়া তার উত্তর-পূর্বে গত ১৬ বছর ধরে সশস্ত্র বিদ্রোহীদের মোকাবিলা করছে। প্রাথমিকভাবে বোকো হারাম এবং এর শাখা আইএসডব্লিউএপি’র মাধ্যমে চালিত এই সংঘাত দেশটিতে ব্যাপক মানবিক ও অর্থনৈতিক ক্ষতির কারণ হয়েছে, যার মধ্যে ব্যাপক বাস্তুচ্যুতি এবং মানবিক সংকটও রয়েছে। সূত্র: রয়টার্স
Posted ০৫:৫৫ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain