নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘আমরা প্রতিহিংসা নয়, ভ্রাতৃত্বের বাংলাদেশে বিশ্বাস করি- সেই আলোকেই আমাদের ৩১ দফা। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে অবিলম্বে নির্বাচন দিতে হবে। দেশে নির্বাচিত সরকার না এলে গণতন্ত্র পূর্ণতা পাবে না।’
বৃহস্পতিবার ডেমরা থানার ৬৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কয়েক শ’ শীতার্ত অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
নবীউল্লাহ নবী বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য হলো- বিএনপি এ দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, কিন্তু আওয়ামী লীগ গত ১৭ বছরে তারা এ দেশের জনগণের জন্য কোনো রাজনীতি করেনি। তারা শুধু রাজনীতি করেছে নিজেদের পকেটের উন্নয়নের জন্য।’
তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে সুদিন আসবে। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে।’
এ কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপি নেতা সেলিম রেজা, মো. আনিসুজ্জামান, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা এহতেশাম উদ্দিন নকীব, ৬৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী জয়নাল, সাধারণ সম্পাদক হাজী দুলালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
Posted ১৫:৪৪ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain