নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে ‘মাজাভাঙা’ আখ্যা দিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, উপদেষ্টা পরিষদ এখন দেশ চালাতে পারছে না।
আজ বুধবার দুপুরে ঝিনাইদহের একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ খাঁন।
অন্তর্বর্তী সরকার কোনো পরামর্শ গ্রহণ করেনি উল্লেখ করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘ভাই, বন্ধুরা, সহযোদ্ধরা—তোমরা এইভাবে একপাক্ষিক সরকার গঠন কইর না। সবার অংশীদারত্বের জাতীয় সরকার গঠন করো, বিপ্লবী সরকার গঠন করো। কিন্তু আমাদের কথা শোনে নাই। মাজাভাঙা ব্যক্তিবর্গ নিয়ে মাজাভাঙা উপদেষ্টা পরিষদ তারা গঠন করেছে। তারা এখন দেশ চালাতে পারছে না। তাদের অবস্থা এখন এমন হয়েছে, ছেড়ে দে মা কেন্দে বাঁচি।’
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘গত সাড়ে ৫ মাসে এখন পর্যন্ত শেখ পরিবারের যারা ছিল, তাদেরকে ধরতে পারে নাই। এখন পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডে যারা ছিল, তাদের ধরতে পারে নাই। ওয়ার্ড পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, জেলা পর্যায়ে বলেন—আওয়ামী লীগের দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে পারে নাই। তারা বরং কী করেছে, দ্রব্যের দাম যেখানে কমাতে হবে, সেখানে কমাতে না পেরে ভ্যাট-ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। কারণ কী, কারণ রাজস্ব নাই, দেশ চালাতে পারছে না।’
রাশেদ খাঁন বলেন, ‘আমি তাদেরকে বলব, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, তারা একটি রোডম্যাপ চায়। পরিকল্পনাবিহীন কোনো সরকার চলতে পারে না। আনলিমিটেড কোনো সরকার চলতে পারে না। সুতরাং অনতিবিলম্বে সমস্ত রাজনৈতি দলকে ডাকেন, বসেন, জাতীয় সংলাপের মাধ্যমে আলাপ-আলোচনার ভিত্তিতে একটি রোপম্যাপ প্রকাশ করেন। তাহলে যে অনাস্থা তৈরি হয়েছে, এই অনাস্থা দূর হয়ে যাবে। দলগুলো আপনাদের সহযোগিতা করলেই কেবল আপনারা রাষ্ট্র সংস্কার করতে পারবেন।’
Posted ১৫:০৫ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain