নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : তানজিদ তামিমের ব্যাটে ভড় করে চিটাগাং কিংসকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইলো ঢাকা ক্যাপিটালস।
এর আগে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে বন্দর নগরীর দলটি। লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেট হারিয়ে ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।
১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি ঢাকা ক্যাপিটালসকে। ওপেনার তানজিদ হাসান তামিমের হার না মানা হাফ সেঞ্চুরিতে ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। তানজিদ অপরাজিত থাকেন ৫৩ বলে ৮৮ রানে।
আরেক ওপেনার লিটন দাস অবশ্য শুরুটা একটু ধীর গতিতেই করেছিলেন। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৮ বলে ২৫ রান।
মুনিম শাহরিয়ারও ১৮ বল খেলেও ১২ রান করে আউট হন।এরপর সাব্বির রহমানকে নিয়ে বাকি কাজটা সারেন তানজিদ তামিম। ১১ বল বাকি হাতে রেখে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ক্যাপিটালস। সাব্বির রহমান অপরাজিত থাকেন ১০ বলে ১৬ রানে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি চিটাগাং কিংস। নাইম ইসলাম ও জুবাইদ আকবরির উদ্বোধনী জুটিতে ৪৪ বলে এসেছে ৪০ রান। ১৯ বলে ৩ চার ও ১ ছয়ে ২৩ রান করে আউট হন জুবাইদ। গ্রাহাম ক্লার্ক ১৮ বলে ২ চারে ১৯ রান করেন। আগের ম্যাচের ম্যাচসেরা নাইম ইসলাম ৪০ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৪ রান করে আউট হন।
এদিন শামিম হোসেনও ১৬ বলে মাত্র ১৫ রান করে ফেরেন। হায়দার আলি ১১ বলে ১৬ রান করে মেহেদী রানার শিকারে পরিণত হন। শেষদিকে অধিনায়ক মিঠুন ৮ বলে ১২ এবং খালেদ ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।
ঢাকার হয়ে মোসাদ্দেক ৩ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। ৩ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন নাজমুলও। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন বেটন ও মেহেদী রানা।
Posted ১৩:৩০ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain