নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই। সবাই এ বছরই নির্বাচন চায়। জুলাই-আগস্টে নির্বাচন চেয়েছে বিএনপি, খেলাফত মজলিসও এ বছরে নির্বাচন চেয়েছে। সেখানেতো কোনো দ্বিমত নেই।
বুধবার বিএনপি ও খেলাফত মজলিসের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি পর্যায় সফল হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এখনও লড়াই চলছে। যে আলোচনা হয়েছে, তাতে কোনো দ্বিমত নেই, একমত পোষণ করেছে সবাই।
জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, যারাই রাজনীতি করেন, তারা তাদের রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য যাদের সঙ্গে তাদের মতের মিল হবে, তাদের নিয়েই রাজনীতি করবে। বিএনপি দুশ্চিন্তাগ্রস্ত নয়, এসব বিষয়ে আলাপ-আলোচনার প্রয়োজন নেই। বিএনপিসহ সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে।
রাজনৈতিক জোট না থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবার জোট আছে জানিয়ে এই বিএনপি নেতা বলেন, এক ধরনের জোট আছেই রাজনৈতিক দলগুলোর মধ্যে। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুক্ত ছিল, তাদের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করব। সামনের দিনে তারাই সঙ্গে থাকবে।
তিনি বলেন, সংস্কার যতটুকু জরুরি ততটুকু করেই নির্বাচন প্রত্যাশা করে বিএনপি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে খুব বেশি প্রভাব ফেলবে না। তাদের ওখানেও পরিবর্তন হয়েছে, বাংলাদেশেও পরিবর্তন হয়েছে।
Posted ১০:০৭ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain