নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। তাদের মধ্য থেকে চারজন উপদেষ্টার সঙ্গে কথা বলতে ভেতরে প্রবেশ করেছেন।
আজ দুপুর সাড়ে ১২টা থেকে মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন তারা।
মন্ত্রণালয়ে প্রবেশের আগে আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাঈন উদ্দীন বলেন, ‘আমাদের মধ্য থেকে চারজন উপদেষ্টার সঙ্গে দেখা করবো। সেখানে আমাদের দাবি তুলে ধরবো। এরপর আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত নেবো।
এদিন সকালে চার দফা দাবি নিয়ে কারওয়ানবাজারে সড়ক অবরোধ করেন তারা। বেলা ১১টার পর পুলিশ তাদের কারওয়ানবাজার থেকে সরিয়ে দেন। ১১টা ৪০ মিনিটের দিকে তারা কারওয়ানবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মন্ত্রণালয় অভিমুখে রওনা দেন।
অবস্থান কর্মসূচি থেকে ভুক্তভোগী মো. সাব্বির মাইকে ঘোষণা দিয়ে বলেন, আমরা দীর্ঘদিন ধরে টাকা দিয়ে বসে আছি কিন্তু আমাদের মালয়েশিয়া পাঠানোর কোনো ব্যবস্থা করা হচ্ছে না। এজেন্সির কাছে গেলে তারা টালবাহানা করে। তাই আমরা আজ রাস্তায় নেমেছি। আমরা সরকারের কাছে বলতে চাই আমাদের মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা না করলে আমরা আন্দোলন বন্ধ করব না। আমরা চাই অন্তর্বর্তী সরকার আমাদের সঙ্গে কথা বলুক। আশ্বাস পেলে আমরা রাস্তা ছেড়ে চলে যাব। তা না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।
Posted ০৮:২৬ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain