নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ গজারিয়া অংশে ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৩টার দিকে মহাসড়কের গজারিয়া অংশে মেঘনা ব্রিজের ওপর ঢাকাগামী লেনে একটি গাড়ি বিকল হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা মহাসড়কের গজারিয়া অংশে ৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
গজারিয়া ভবের চর হাইওয়ে পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির বলেন, বিকল হওয়া গাড়িটি মহাসড়ক থেকে সরানোর কার্যক্রম চলছে। ধীর গতিতে যানবাহন চলছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।
Posted ০৬:১৭ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain