নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত যানবাহনের চাপায় প্রাণ গেছে এক পথচারীর। আজ সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে ৮টা’র মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পদ্মা সেতু উত্তর থানাধীন কাজির পাগলা পদ্মাসেতুগামী লেনে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত মধ্যবয়সী পুরুষের মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদির জিলানী জানান, এক্সপ্রেসওয়ে থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
Posted ০৮:০৪ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain