নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, ‘সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছিল। হাজারো ছাত্রজনতার রক্তের বিনিময়ে স্বৈরশাসকের পতন ঘটলেও সংস্কারের নামে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। জনগণ এই অপচেষ্টা গ্রহণ করবে না।’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় রাজধানীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মীরহাজীরবাগ আবুহাজী স্কুল গলিতে ইনসাফ সমাজ কল্যাণ সংঘের সামনে ৫১ নং ওয়ার্ড বিএনপির ১, ২ এবং ৩ নং ইউনিটের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাইফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে ইতিহাস ছিনতাই করেছে আজও অনেকে তাই করার চেষ্টা করছেন। ছাত্র আন্দোলনে বিএনপি সরাসরি নেতৃত্ব না দিলেও আসল কারিগর কে ছিলেন, তা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা যেমন জানেন, আর যারা জুলাই বিপ্লবের একক কৃতিত্বের দাবি নিচ্ছেন তারাও জানেন। কিন্তু কয়েকমাস না যেতেই তা বেমালুম ভুলে গেলেন!’
তিনি বলেন, ‘বিএনপি কৃতিত্বে বিশ্বাস করে না। শুধু প্রশ্ন একটি- আজকে যারা কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছেন জুলাই বিপ্লবে আপনাদের কয়জন প্রাণ দিয়েছে? জীবন দিবে বিএনপি, আন্দোলনের অগ্রভাগে থাকবে বিএনপি আর জাহির করবে আরেকজন, তা হবে না। তাই বলছি, কোনো টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।’
৫১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাজী নাসির আহমেদ মোল্লা, সদস্য তরিকুল ইসলাম পলাশ, শ্যামপুর থানা বিএনপির নেতা সানাউল্লাহ সানু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য মো. সেলিম, ৫১ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমিন মিয়া, ৫৪ নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো নজরুল ইসলাম, ৫৩ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রানা মেহেদীসহ শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Posted ১৬:৩৪ | সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain