নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : চলতি বিপিএলের প্রথম দেখায় ঢাকা ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। আজ সোমবার দ্বিতীয়বার দলটির মুখোমুখি সিলেট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসভাগ্যও সহায় হয়েছে ঢাকার।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। আগে বোলিং করবে আরিফুল হকের সিলেট। সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর দেড়টায়।
সিলেট স্ট্রাইকার্স এখন পর্যন্ত মাত্র দুটি জয় পেলেও দলটির উইকেটকিপার ব্যাটার জকের আলী অনিক কিছুদিণ আগে জানিয়েছিলেন- শেষ চারে জায়গা পাওয়া অসম্ভব নয়। সেই হিসেবে এই ম্যাচে জয়ের বিকল্প কিছুই ভাবছে না সিলেট, সেটি নিশ্চিত করেই বলা যায়।
অন্যদিকে, এখন পর্যন্ত ৮ ম্যাচে মাত্র ১টিতে জয় পেয়েছে ঢাকা। ৭ দলের টুর্নামেন্টে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে শাকিব খানের দল। অন্যদিকে ৭ ম্যাচে সিলেটের জয় ২টিতে, পয়েন্ট ৪। টেবিলে তাদের অবস্থান ঢাকার এক ধাপ আগে (ষষ্ঠ স্থানে)।
Posted ০৭:৪৪ | সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain