নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : রবিবার থেকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দীর্ঘ ১৫ মাসের বেশি সময়ে ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রায় গাজায় যুদ্ধবিরতির প্রথম দিন প্রবেশ করেছে ৬৩০টির বেশি ত্রাণবাহী ট্রাক।
যেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গড়ে মাত্র ৪০টির মতো ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পেরেছিল।
জাতিসংঘ জানিয়েছে, ৬৩০টির বেশি ত্রাণবাহী ট্রাক রবিবারই গাজায় প্রবেশ করেছে।
এর মধ্যে কমপক্ষে তিনশ’ ট্রাক গাজা উপত্যকার উত্তরাঞ্চলের দিকে গেছে বলে জানিয়েছেন মানবিক বিষয়ক জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার।
তিনি বলেন, নষ্ট করার মতো কোনও সময় আমাদের হাতে নেই। কারণ গাজা খাদ্যের জন্য সহায়তার ওপর নির্ভরশীল। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দৈনিক ছয়শ’ ট্রাক ত্রাণ নিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করবে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা শুরু করে। এই হামলায় নিহত হয়েছে ৪৬ হাজার ৯১৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও এক লাখ ১০ হাজার ৭০০ জন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে অন্তত ১১ হাজার মানুষ। সূত্র: সিএনএন, বিবিসি
Posted ০৭:০৭ | সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain