সোমবার ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শহীদ জিয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট

শহীদ জিয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম : প্রিন্স

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে শহীদ জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

রবিবার জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাট ও ধোবাউড়ায় জিয়া জন্মোৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে শহীদ জিয়াকে নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুপুরে ধারা উচ্চ বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ, বিকেলে হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে মাদ্রাসার ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ, মহিলাদের ঘরোয়া খেলা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া সন্ধ্যায় হালুয়াঘাট উত্তর বাজারে শহীদ জিয়ার ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, শহীদ জিয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম। তিনি শক্ত হাতে দক্ষতা ও সফলতার সাথে সব সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল রাজনীতিবীদ ও রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। তার সফলতার মূল ভিত্তি ছিল দেশপ্রেম, সততা, নিষ্ঠা এবং গণমুখী পদক্ষেপ। তার ওপর যখনই গুরুদায়িত্ব এসেছে, তখন তিনি দেশ ও জনগণের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন। এজন্যই তিনি সফল হয়েছেন।

তিনি বলেন, জিয়াউর রহমান ডুবন্ত দেশকে উন্নয়ন ও স্বনির্ভরতার মহাসড়কে টেনে মূল ভিত্তি স্থাপন করেছিলেন। কৃষি ও কৃষকের উন্নয়নে তার অবদান কেউ অস্বীকার করতে পারবে না। শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও তার অবদান রয়েছে।

তিনি বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা পতনের পর দেশ এক জটিল ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় জিয়াউর রহমানের মতো বিচক্ষণতা, দক্ষতা, সততার সাথে কাজ করতে হবে। বার বার তার কাছে ফিরে যেতে হবে।

বিএনপির এই নেতা বলেন, সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। যত দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিতদের শাসন ফিরিয়ে আনা যাবে, তত দ্রুতই টেকসই সংস্কারের মাধ্যমে সংকটের সমাধান হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ কে এম ফজলুক হক ভূইয়া, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আরফান আলী, আবু হাসনাত বদরুল কবির, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, আব্দুল হাই, মোনায়েম হোসেন খান খোকন, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল আজিজ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মওলানা আলী আকবর, উপজেলা কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।

উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আকিকুল ইসলাম, সদস্য সচিব আলী আজগর, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ সাদির, সদস্য সচিব জাকির হোসেন চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৫১ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com