নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘জনগণের সম্পদ চুরি করে যারা খায়, এটা কোনো বৈধ সম্পদ নয়, এই সম্পদ জাহান্নামের আগুন। প্রচলিত রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে এভাবে এক শ্রেণির মানুষ, তারা হারামখুরি করে জনগণের সম্পদ চুরি করে। তারা ক্ষমতায় গেলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে। আবার ক্ষমতা হারিয়ে গেলে শুরু হয় তাদের ইনভেস্টমেন্ট।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের রাজনগরে ইটা চা-বাগানের ঈদগাহ ময়দানে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমরা যদি সংঘবদ্ধভাবে কিছু সংখ্যক লোক অগ্রসর হই, তাহলে কোনো চাঁদাবাজ, মাস্তান শ্রেণি, টেন্ডারবাজ, দখলদার শ্রেণি দেশে রাজনীতি করতে পারবে না।
মাওলানা মামুনুল হক বলেন, ‘সত্য অনেক শক্তিশালী। সত্যের অনুসারীরা কম হলেও তারা শক্তিশালী। মিথ্যার অনুসারীরা সংখ্যায় বেশি হলেও তারা দুর্বল। তাই দেশ গঠনে ১৮ কোটি মানুষের চেয়ে ১৮ লাখ মানুষ ঐক্যবদ্ধ হলেই সত্যের বিজয় নিশ্চিত।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য শেখ ফরিদ আহমদ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সিলেট মহানগর সভাপতি গাজী রহমতুল্লাহ, মৌলভীবাজার জেলা সভাপতি হাবিবুর রহমান কাসেমি, সাধারণ সম্পাদক মুফতি হেলালুর রহমান হেলাল প্রমুখ।
Posted ১৫:৪৫ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain