নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস (১৯ জানুয়ারি ২০২৫) রবিবার বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে দেশের সঙ্গে বাংলাদেশের আবেগপূর্ণ ফুটবল সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। বাংলাদেশের রাষ্ট্রদূত মার্সেলো সেসা স্টেট গেস্ট হাউস যমুনায় ঢাকা অফিসে ফোন করলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশীদের অতিরঞ্জিত সমর্থনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের আবেগপূর্ণ সংযোগ আছে। আমরা এটা তৈরি করতে পারি। মাঠ প্রস্তুত। আমরা এটাকে অন্যান্য ক্ষেত্রে নিয়ে যেতে পারি। ” প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশের সঙ্গে তুলো সম্পর্কিত বাণিজ্য ও বিনিয়োগে পূর্ণ মালিকানা বা যৌথ উদ্যোগ স্থাপন এবং শক্তি সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করতে।
রাষ্ট্রদূত সেসা প্রধান উপদেষ্টাকে বলেন, আর্জেন্টিনা ও বাংলাদেশের সহযোগিতার অনেক জায়গা রয়েছে, যা দুই দেশের জন্য প্রচুর সম্ভাবনা ধারণ করতে পারে। আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে বাংলাদেশের দূতাবাস খোলার বিষয়েও বিবেচনা করার অনুরোধ জানান তিনি। “আমাদের যে ভাল অনুভূতি আছে, আমরা দুই দেশের কল্যাণের জন্য এর সদ্ব্যবহার করতে পারি,” তিনি বলেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন যে আর্জেন্টিনার বর্তমানে প্রায় ৭ কোটি ডলার বাণিজ্য তাদের পক্ষে আছে এবং তারা বাংলাদেশ থেকে আমদানি বাড়িয়ে এটি সুষম করতে চায়।
আর্জেন্টিনা বর্তমানে বাংলাদেশে সয়াবিন, গম, ভুট্টা ও কাঁচা তুলো রপ্তানি করে এবং দেশ থেকে কিছু পোশাক আমদানি করে যা বছরে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলার। তিনি তুলো, যৌথ বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, ফুটবল সহযোগিতা (মহিলা সহ), মাইক্রোক্রেডিট, বাণিজ্য প্রতিনিধিদল, এলএনজি, চাল রোগ সংক্রান্ত বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার উপর জোর দেন, রাষ্ট্রদূত সেসা( ২৯শে আগস্ট ২০২৪) তারিখে স্বাক্ষর করে জোরপূর্বক গুম প্রতিরোধে বাংলাদেশের অঙ্গীকারকে প্রশংসা করেন, আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সনস ফ্রম এনফোর্সড(আইসিপিইডি) যা আর্জেন্টিনা সক্রিয়ভাবে গ্রহণের জন্য অনুসরণ করেছিল।
আর্জেন্টিনায় মাইক্রোফাইনান্স চালু করতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন তিনি। লামিয়া মোরশেদ, প্রিন্সিপাল কো-অর্ডিনেটর (এসডিজি অ্যাফেয়ার্স), এবং প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ০৯:১৮ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain