নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল বিভাগীয় দলনেতা আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, গত জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থানে শেখ হাসিনার পতন শুধু এক মাসের সাফল্য নয়, এটি বিগত ১৫ বছরব্যাপী বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনের ফসল। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাবে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, সংগঠনের নীতির পরিপন্থী কাজ করায় প্রায় ১ হাজার ২০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বরিশালেও যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে দল সঠিক পদক্ষেপ গ্রহণ করবে।
মিন্টু আরও বলেন, সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে নতুন কমিটি গঠন করা হবে, অনেকে নানা ধরনের কথা বলবে, বিভিন্ন মতামত দিবে। তাদের মতামতের ভিত্তিতে দলকে নতুনভাবে সাজানো হবে। যখন নতুন নেতৃত্ব আসবে, তখন দেখবেন দলের নেতাকর্মীদের মধ্যে কোনো বিরোধ থাকবে না।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।
Posted ১২:৪৫ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain