নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন। সে ক্ষমতার দাপটে কিয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন। আপনাদের পলায়ন, আপনাদের পরাজয় প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।
আজ দুপুর ১২টার দিকে রাজশাহীর মাদ্রাসা মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।
জামায়াত আমির বলেন, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা যেন ন্যায়বিচার প্রতিষ্ঠা কর। আর তোমরা মানুষের প্রতি সম্মান দেখাও এহসান করো। এটা আল্লাহর হুকুম যারা ন্যায়বিচারের প্রতি আছে, যারা মানুষকে সম্মান করবে যারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করবে। আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিবে। আর যারা সমাজে জুলুম এবং অবিচারের প্রচলন করবে মানুষকে বেইজ্জত করবে বিশেষ করে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করবে আল্লাহ তাদের সম্মান এবং রাজত্ব দুইটাই কেড়ে নেবে। আল্লাহ বলছে ক্ষমতা আমি দেই ক্ষমতা আমি কেড়ে নেয়। ইজ্জত আমি দেই ইজ্জত আমি কেড়ে নেয়।
তিনি আরও বলেন, আল্লাহর শক্তিতে বলিয়ান এমন একটি জাতি গঠন করতে চাই। যে জাতি আল্লাহর শক্তিতে আলোকিত হবে। সে জাতি হবে সাহসী জাতি, বীরের জাতি। এ জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। মোমিনরা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন। মাথা নত করেনি বলে একটানা সাড়ে পনেরো বছর আলেম-ওলামাদের উপরে বিগত সরকার তাণ্ডব চালিয়েছে। জামায়াতে নায়েবে আমিরসহ ১১ জন দায়িত্বশীল নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেয়া হয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারা করেছে আমাদের শত শত নেতাকর্মীকে তারা খুন করেছে। অসংখ্য ভাই-বোনকে তারা খুন করেছে, গুন করেছে, পঙ্গু করেছে, আহত করেছে তারা। তাদের চাকরি কেড়ে নিয়েছে, ভিটামাটি থেকে উচ্ছেদ করেছে।
তিনি বলেন, দেখ সাড়ে ১৫টি বছর। যে জাতির উপর একটি জগদ্দল পাথর, বেশিবাদের পাথর চেপে বসেছিল, মহান রাব্বুল আলামিন যারা বছরের পাঁচই আগস্ট তাদের জুলুমের কবল থেকে এ জাতিকে মুক্তি দান করেছে। অনেকে জিন্দা শহীদ হয়ে আছে। হাত-পা টুকরো টুকর, দু’টি নয়ন অন্ধকার। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিতে ঝুলানো হয়েছে। বাকিদের মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। এতে আমরা ব্যতীত নয়। আমরা আল্লাহর দরবারে শোকর গুজার করি।
তিনি বলেন, আমরা কেন বললাম যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাওয়ালা। সার্বভৌমত্বের একমাত্র অধিকার, একমাত্র আল্লাহ তাওয়ালা। বিগত সরকার এই অপরাধে নির্বাচন কমিশন থেকে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। তারা আল্লাহর সার্বভৌমত্ব মানে না। তারা মনে করেছিল নিজেই সার্বভৌম। সার্বভৌম মানে সর্বময় ক্ষমতার মালিক। এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন। সে ক্ষমতার দাপটে কিয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন। আপনাদের পলায়ন, আপনাদের পরাজয় প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামাতের আমির মাওলানা কেরামত আলী। এ সময় রাজশাহী মহানগর ও জেলা জামায়াত-শিবিরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Posted ১২:৩১ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain