নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : বিপিএলের ২৩তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে বড় ব্যবধানে হারিয়েছে দুর্বার রাজশাহী। এ নিয়ে টুর্নামেন্টে তৃতীয় জয় পেল রাজশাহী।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে রাজশাহী। জবাব দিতে নেমে ১১৯ রানেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে সিলেট। ফলে ৬৫ রানের বড় জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে রাজশাহী।
১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নেমে প্রথম ওভারে পল স্টার্লিংকে হারায় সিলেট। এক ওভার পরে বিদায় নেন রনি তালুকদারও। এই ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন জর্জ মুন্সে ও জাকির হাসান। ঝড়ো ব্যাট করতে থাকা জাকির ২৮ বলে ৩৯ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি। কিছুক্ষণ পর উইকেট হারান মুন্সেও। তার ব্যাট থেকে আসে ২০ রান।
বাকি সময়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। মাঝে জাকের আলি এসে ২০ বলে ৩১ রান করেন। এতে অবশ্য লাভ হয়নি। হেরে তলানিতেই থাকতে হয় সিলেটের।
রাজশাহীর হয়ে ৪ ওভারে ২৫ রান খরচায় ৩ উইকেট নেন সানজামুল ইসলাম। দু’টি করে উইকেট নেন তাসকিন, মৃত্যুঞ্জয় ও আফতাব আলম।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ হারিস ও জিসান আলমের ব্যাটে শুরুটা ভালো হয় রাজশাহীর। তাদের ১৯ বলে ২৯ রানের জুটিটি ভেঙে দেন নাহিদুল ইসলাম। ১৪ বলে ১৯ রান করে ফেরেন হারিস। আরেক ওপেনার জিসানকেও ফেরান একই বোলার। ১৮ বলে ২০ রান করেন জিসান। তৃতীয় উইকেটে ৩৫ রানের জুটি গড়েন আনামুল হক বিজয় ও রায়ান বার্ল।
তবে ২২ বলে ৩২ রান করে বিজয় বিদায় নিলে ভাঙে এই জুটি। মাঝে ইয়াসির আলী নেমে ১৯ রান করে সাঝঘরে ফেরেন। লড়তে থাকা বার্ল ২৭ বলে দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন। শেষদিকে আকবর আলীর ১৪ ও মৃত্যুঞ্জয়ের ১২ রানে ভালো সংগ্রহ পা রাজশাহী।
সিলেটের হয়ে ৩ উইকেট নেন রুয়েল মিয়া। দুটি করে উইকেট পান নাহিদ ও নিহাদুল।
Posted ১৪:১২ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain