নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : পদ্মা ও যমুনা নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে বলে এমন তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
জানা যায়, যমুনা নদীতে কুয়াশার তীব্রতা কমে আসায় আরিচা-কাজিরহাট নৌরুটে সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে শুক্রবার ভোররাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট পয়েন্টে নৌপথ পারের অপেক্ষাকৃত যানবাহনগুলোকে সিরিয়াল অনুসারে পার করা হচ্ছে।
অপরদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাট এলাকায় পণ্যবোঝাই যানবাহনগুলোকে নৌপথ পারের জন্য সিরিয়ান অনুয়ায়ী পারাপার করা হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন জানান, ভোররাতে পদ্মা ও যমুনা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। নৌপথের দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুটি নৌপথে কুয়াশার ঘনত্ব কমে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয় এবং ঘাট এলাকায় অপেক্ষাকৃত যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।
Posted ০৫:৪০ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain