নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক :পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের দফতরে তাদের সাক্ষাৎ হয়।
সাক্ষাতে তারা বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারা দ্বিপক্ষীয় সহযোগিতা, যৌথভাবে বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন নিয়েও আলোচনা করছেন।
ধারণা করা হচ্ছে, পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূতের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের আসন্ন বেইজিং সফর নিয়ে আলোচনা হয়েছে। প্রথম দ্বিপক্ষীয় সফরে আগামী ২০ জানুয়ারি দেশটিতে যাবেন উপদেষ্টা।
Posted ০৬:৩৯ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain