নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শৈশবের বন্ধুদের সঙ্গে এক আবেগময় মিলনমেলায় অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে শোনান।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় হাওলাদার হিমাগার লিমিটেড প্রাঙ্গণে আয়োজিত এই মিলনমেলায় উপস্থিত ছিলেন তার শৈশবের বন্ধু ও সহপাঠীরা।
আবেগময় স্মৃতিচারণ
ফখরুল তার শৈশবের বন্ধুদের সঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘আমার ঘনিষ্ঠ বন্ধু কদ্দুস আমাদের মাঝে থেকে অনেক আগেই চলে গেছে। মনোয়ারও চলে গেছে। যারা এখনো বেঁচে আছি, আমরা একটু বাঁচার মতো বাঁচতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা জানি না কে কখন চলে যাবে, কিন্তু আজকের দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় তিনি তার বন্ধু সালাম, মোসাদ্দের, লতিফ, ডাক্তার কবিরসহ অন্যান্যদের ধন্যবাদ জানান, যারা অনুষ্ঠানটি আয়োজন করেছেন।
কবিতা আবৃত্তি ও শৈশবের গল্প
মির্জা ফখরুল তার শৈশবের জীবনের কিছু গল্প শেয়ার করেন, যার মধ্যে স্কুলের সময়কার দুষ্টুমির স্মৃতিও উঠে আসে। ‘আমি তখন খুবই দুষ্ট ছিলাম, আমাদের ক্যাপ্টেন বখরান সাহেব আমাদের নামে রোস্তম আলী স্যারকে নালিশ করতেন। পরে স্যারের কাছ থেকে শাস্তি পেতে হতো,’ বলেন ফখরুল।
কবিতা আবৃত্তির অনুরোধে ফখরুল তার প্রিয় কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ আবৃত্তি করে শোনান।
বন্ধুত্বের মধুর মুহূর্ত
ফখরুল বলেন, ‘এই মিলনমেলা আমাদের বন্ধুত্বের শক্তি ও শৈশবের সুখ স্মৃতির প্রতিফলন।’ তিনি জানিয়ে দেন, এই ধরনের আয়োজন তাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা, যেখানে পুরনো বন্ধুদের সঙ্গে আবার দেখা হয়েছে এবং স্মৃতিচারণ করা হয়েছে।
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা যারা বেশি সময় ঘর থেকে বের হই না, তাদের আজ একসাথে করার সুযোগ হয়েছে।
Posted ১৪:৩৮ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain