নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তরসহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা৷
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকেই সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে৷ বুধবার স্টিয়ারিং কমিটির মিটিংয়ে তাদের দাবি পূরণের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া না হলে আন্দোলন জোরদার করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা৷
এর আগে সোমবার প্রায় ৩৫ ঘণ্টা পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অনশন প্রত্যাহার করলেও দাবি না মানা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা৷সোমবার সকালে জবির প্রধান গেটে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ অ্যাকাডেমিক ভবনে (সাবেক বিবিএ ভবন) তালা দেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, পদার্থবিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিস, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ইতিহাস, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, সিএসই, ফার্মেসি, গণিত, ভূমি ব্যবস্থাপনা ও আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বাংলা ও গণিত বিভাগের শিক্ষার্থীরা ‘শাটডাউন’-এর সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। তারা এসময় বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
Posted ০৭:২১ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain