নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় দেশটির উত্তর কাচিন রাজ্যের সোনার খনি এলাকার একটি বাজারে কমপক্ষে ১৫ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
রবিবার (১২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে রাজ্যটির সশস্ত্র জাতিগত বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ)।
কেআইএর মুখপাত্র কর্নেল নাও বু এএফপিকে বলেন, শনিবার বেলা ১১টার দিকে বিমান হামলার এ ঘটনা ঘটে। হামলায় নিহত ব্যক্তিদের সবাই বেসামরিক নাগরিক। নিহত ব্যক্তিদের মধ্যে সোনার খনিতে কাজ করা শ্রমিক যেমন আছেন, তেমনি স্থানীয় দোকানদারও রয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবি ও ভিডিও চিত্রে দেখা যায়, যেখানে হামলা হয়েছে, সেখানে একটি বড় গর্ত তৈরি হয়েছে। বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আশপাশের এলাকা।
২০২১ সালে মিয়ানমারের সেনাবাহিনী এক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর অন্যান্য রাজ্যের মতো কাচিনেও জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই শুরু হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
Posted ০৫:০৩ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain