নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক:: কাগজে-কলমে চলতি বিপিএলের শক্তিশালী দুই দল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। আসরে প্রথম মুখোমুখিতে তামিম ইকবালের বরিশালকে পাত্তাই দেয়নি নুরুল হাসান সোহানের রংপুর। আবারও মুখোমুখি দুই দল। বরিশাল কি পারবে এবার প্রতিশোধ নিতে নাকি আবারও দাপট দেখাবে রংপুর?
একদিনের বিরতির পর আবারও ফিরেছে বিপিএল। আজ (বৃহস্পতিবার) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান।
এবারের বিপিএলে এখন পর্যন্ত অপরাজিত রংপুর। এখন পর্যন্ত ৫ ম্যাচের সবকটিতেই জিতেছে তারা। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল চার ম্যাচে তিন জয়ে টেবিলের দুইয়ে আছে। তামিমদের একমাত্র হার রংপুরের বিপক্ষেই। মিরপুরে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
Posted ০৭:৩৬ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain