নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক:: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের সাপ্তাহিক এবং অন্যান্য ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ বছরের প্রথম ছুটি শবে মিরাজের ছুটি, যা চাঁদ দেখা সাপেক্ষে ২৮ জানুয়ারি হবে। মোট ৭৮ দিন ছুটি থাকবে স্কুলে, যেখানে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) বাদে এসব দিনগুলো ছুটির মধ্যে থাকবে।
২০২৫ সালের বড় বড় ছুটির মধ্যে পবিত্র রমজান মাসের ছুটি রয়েছে, যা চাঁদ দেখা সাপেক্ষে ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এর পর ঈদুল ফিতর, জুমাতুল বিদা, শব-ই-কদর, স্বাধীনতা দিবস, জাতীয় দিবস, শ্রী শ্রী শিবরাত্রি ব্রতসহ অন্যান্য ছুটি মিলিয়ে ২৮ দিনের টানা ছুটি থাকবে। এই ছুটির পর ৬ এপ্রিল থেকে আবার শুরু হবে ক্লাস।
এছাড়া, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সময়েও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৪ দিন ছুটি থাকবে। ৩ জুন থেকে শুরু হয়ে ২২ জুন পর্যন্ত চলবে এই ছুটি।
দুর্গাপূজার ছুটির সময়েও সাত দিন (২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর) বন্ধ থাকবে স্কুল, যার মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কিছু ছুটি পড়বে।
প্রতিবছরের মতো এবারও প্রতিষ্ঠানের প্রধানদের জন্য তিন দিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে, যা তারা প্রয়োজনে দিতে পারবেন। এসব ছুটির সঙ্গে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী ছুটি থাকবে।
Posted ০৭:৩০ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain