নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক:শ্রমিক সংকট মোকাবিলায় ভিসা ও চাকরি সম্পর্কিত নিয়মগুলোতে বড় পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। অভিবাসন পদ্ধতি সহজ করতে ভিসা ও কর্মসংস্থানের শর্তগুলো আপডেট করেছে দেশটির সরকার। এতে কাজের অভিজ্ঞতার মানদণ্ড, বেতনের মান ও ভিসার মেয়াদে পরিবর্তন আনা হয়েছে। নিচে পরিবর্তনগুলো উল্লেখ করা হলো-
কাজের অভিজ্ঞতার মানদণ্ড কমানো: অভিবাসীদের জন্য কাজের অভিজ্ঞতার প্রয়োজনীয়তা তিন বছর থেকে কমিয়ে দুই বছর করা হয়েছে। এর ফলে দক্ষ কর্মীদের জন্য নিউজিল্যান্ডে চাকরি পাওয়া সহজ হবে।
মৌসুমি কর্মীদের জন্য নতুন ভিসা: অভিজ্ঞ মৌসুমি কর্মীদের জন্য তিন বছরের মাল্টি-এন্ট্রি ভিসা। নিম্ন-দক্ষ মৌসুমি কর্মীদের জন্য সাত মাসের সিঙ্গেল-এন্ট্রি ভিসা।
বেতন সংক্রান্ত শর্ত শিথিল: অ্যাক্রেডিটেড এমপ্লয়য়ার ওয়ার্ক ভিসা (এইডব্লিউভি) ও স্পেসিফিক পারপাস ওয়ার্ক ভিসার (পিএসডব্লিউভি) জন্য পূর্ব নির্ধারিত বেতনের মানদণ্ড তুলে নেওয়া হয়েছে। নিয়োগকর্তারা এখন কেবল বাজারদরের ভিত্তিতে বেতন দিলেই চলবে।
পরিবার আনতে আয়ের শর্ত: অভিবাসীরা যদি তাদের সন্তানদের নিউজিল্যান্ডে আনতে চান, তাহলে এএমডব্লিউভি হোল্ডারদের বছরে কমপক্ষে ৫৫ হাজার নিউজিল্যান্ডি ডলার আয় করতে হবে।
ভিসার মেয়াদ বাড়ানো: অস্ট্রেলিয়ান ও নিউজিল্যান্ড স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অব অকুপেশন লেভেল ৪ ও ৫ এর কাজে নিযুক্ত কর্মীদের ভিসার মেয়াদ দুই বছর থেকে তিন বছর করা হয়েছে।
নির্মাণ শিল্পে নিয়োগের শর্ত শিথিল: নির্মাণ শিল্পে স্থানীয় কর্মীদের কোটা ৩৫% থেকে কমিয়ে ১৫% করা হয়েছে।
শিক্ষার্থীদের জন্য সুবিধা: পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার (পিএসডব্লিউভি) নিয়ম পরিবর্তন করা হয়েছে। মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরা তিন বছর পর্যন্ত কাজ করার অনুমতি পাবেন।
অন্তর্বর্তী কাজের অধিকার: ২০২৫ সালের এপ্রিল থেকে, যারা স্টুডেন্ট ভিসা থেকে এইডব্লিউভিতে রূপান্তর করতে চান, তাদের জন্য অন্তর্বর্তী কাজের অধিকার থাকবে।
এই পরিবর্তনগুলো অভিবাসী ও শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। নিউজিল্যান্ডে দক্ষ কর্মীদের জন্য চাকরি পাওয়া সহজ হবে ও শিক্ষার্থীদের জন্য কর্মক্ষেত্রে প্রবেশের পথ সুগম হবে।
সূত্র: এনডিটিভি
Posted ০৫:১৫ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain