নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক:: আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটিসহ মোট ছয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক থেকে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে এই নির্দেশনা দেওয়া হয়।
ছয়টি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠক হয়। বৈঠকে এ ব্যাংকগুলোর এমডিদের সরানোর নির্দেশ দেওয়া হয়।
আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে সংকটে থাকা এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) ছুটিতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
Posted ১০:৫৪ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain