নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত শেরপুর জেলার শ্রীবরদী থানার খরিয়া কাজীর চর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছাত্রদলের সহ-সভাপতি সবুজ হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে নিহত সবুজ হাসানের পরিবারের সাথে দেখা করতে তার বাড়িতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
নিহতের পিতা মো. আজাহার আলী স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত সবুজের লাশ কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি এবং তার স্ত্রী মোসা. সাজেদা খাতুন কান্নায় ভেঙে পড়েন।
এসময় শহীদ পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
Posted ১৫:৫৯ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain